বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Debkanta Jash | ১১ ডিসেম্বর ২০২৩ ১১ : ৩১Debkanta Jash
আজকাল ওয়েবডেস্ক : বিগত ১০ বছর বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত তারা। ভোটের সময় বহু প্রতিশ্রুতি মিললেও ভোট মিটে গেলেই তাদের সমস্যার কথা ভুলে যান সব দলের নেতানেত্রীরাই। ফলে সমস্যার সমাধান হয়নি। অবশেষে সোমবার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘটনা
ঠাকুরপুকুর মহেশতলা চট্টা গ্রামপঞ্চায়েতের মহিষগৌট লস্কর পাড়ার। হাতে প্ল্যাকার-বালতি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনাস্থলে গেলে পুলিশকেও ঘিরে চলে বিক্ষোভ। পরে গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থলে এসে এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে প্রায় ঘণ্টা তিনেক পর উঠে যায় বিক্ষোভ।